ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শের লড়াই থেমে থাকবে না—এমন প্রত্যয় ব্যক্ত করে আসন্ন সংসদ নির্বাচনে তাঁর বোন নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরের নামকরণ এবং তাঁর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতায় নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন, আবার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শাহবাগে এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন,
“হাদির মৃত্যু হতে পারে না। কারণ তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।”

তিনি আরও বলেন,
“আজ অনেক সুশীল সমাজের লোক কথা বলছেন। কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় আমরা তাদের কাউকে কথা বলতে দেখিনি। তাই বাংলাদেশে এই সুশীলগিরি আর চলবে না।”

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে ছিল বিভিন্ন পতাকা, মুখে মুখে স্লোগান—
‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,
‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’,
‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলাই চত্বর।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন,
“হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আদর্শ বাস্তবায়ন করাই এখন আমাদের দায়িত্ব।”

জনপ্রিয় সংবাদ

ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, কী এই ট্রাভেল পাস?

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শের লড়াই থেমে থাকবে না—এমন প্রত্যয় ব্যক্ত করে আসন্ন সংসদ নির্বাচনে তাঁর বোন নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শহীদ হাদির নামে শাহবাগ চত্বরের নামকরণ এবং তাঁর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতায় নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন, আবার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শাহবাগে এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন,
“হাদির মৃত্যু হতে পারে না। কারণ তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।”

তিনি আরও বলেন,
“আজ অনেক সুশীল সমাজের লোক কথা বলছেন। কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় আমরা তাদের কাউকে কথা বলতে দেখিনি। তাই বাংলাদেশে এই সুশীলগিরি আর চলবে না।”

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে ছিল বিভিন্ন পতাকা, মুখে মুখে স্লোগান—
‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,
‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’,
‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলাই চত্বর।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন,
“হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আদর্শ বাস্তবায়ন করাই এখন আমাদের দায়িত্ব।”