দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টা ৫৬ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন তারেক রহমান।
বিকেল ৩টা ৫৭ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্যের পর ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধনে বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। সব ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও তুলে ধরেন তিনি।
তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। শোবিজ অঙ্গন থেকেও আসে প্রতিক্রিয়া। চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে পোস্ট দিয়ে তার বক্তব্যে মুগ্ধতার কথা জানান এবং শান্তি কামনা করেন।


























