ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২২ জানুয়ারি হজরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন সংসদ নির্বাচনের প্রচার সিলেট থেকে শুরু করবেন। সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করার পর তার নির্বাচনি প্রচার শুরু হবে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট আসবেন। বিএনপির প্রথা অনুযায়ী, তারেক রহমান দুই অলির মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি; জনসভার সম্ভাব্য স্থান দেখছি। কয়েক দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত হবে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সব ঠিক থাকলে প্রতীক বরাদ্দের পরদিন তারেক রহমান সিলেটে এসে প্রথমে দুই অলির মাজার জিয়ারত করবেন। পরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

এর আগে, গত ৪ জানুয়ারি সিলেট সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সিলেটে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমান দেশ সফর শুরু করবেন। প্রাথমিকভাবে চার জেলায় তার সফরের তারিখ নির্ধারিত হয়েছে। ১১ জানুয়ারি ঢাকা থেকে তারেক রহমান এই সফর শুরু করবেন এবং ১৪ জানুয়ারি বগুড়ায় গিয়ে শেষ হবে।

 

তবে নির্বাচনি আচরণবিধির কারণে এই সফরে নির্বাচনি প্রচারে অংশ নেবেন না তারেক রহমান। সফরকালে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, জুলাই বিপ্লবে শহীদ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া, আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

২২ জানুয়ারি হজরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন সংসদ নির্বাচনের প্রচার সিলেট থেকে শুরু করবেন। সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করার পর তার নির্বাচনি প্রচার শুরু হবে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট আসবেন। বিএনপির প্রথা অনুযায়ী, তারেক রহমান দুই অলির মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি; জনসভার সম্ভাব্য স্থান দেখছি। কয়েক দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত হবে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সব ঠিক থাকলে প্রতীক বরাদ্দের পরদিন তারেক রহমান সিলেটে এসে প্রথমে দুই অলির মাজার জিয়ারত করবেন। পরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

এর আগে, গত ৪ জানুয়ারি সিলেট সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সিলেটে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমান দেশ সফর শুরু করবেন। প্রাথমিকভাবে চার জেলায় তার সফরের তারিখ নির্ধারিত হয়েছে। ১১ জানুয়ারি ঢাকা থেকে তারেক রহমান এই সফর শুরু করবেন এবং ১৪ জানুয়ারি বগুড়ায় গিয়ে শেষ হবে।

 

তবে নির্বাচনি আচরণবিধির কারণে এই সফরে নির্বাচনি প্রচারে অংশ নেবেন না তারেক রহমান। সফরকালে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, জুলাই বিপ্লবে শহীদ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া, আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।