ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

পাকিস্তান ও যুক্তরাষ্ট্র শনিবার তাদের দ্বিপাক্ষিক যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া ‘ইন্সপায়ার্ড গ্যাম্বিট–২০২৬’–এর ১৩তম সংস্করণ শুরু করেছে। দুই সপ্তাহব্যাপী এই মহড়ার লক্ষ্য হলো উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়। খবরআরব নিউজের।

 

পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের পাব্বিতে অবস্থিত জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মহড়ার সূচনা হয়, যেখানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, এই মহড়ায় শহুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত কৌশল, কৌশলগত পদ্ধতি ও মার্কসম্যানশিপ দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একে অপরের অপারেশনাল মতবাদ ও সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা বাড়ানো হচ্ছে।

 

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পারস্পরিক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

আপডেট সময় ০৯:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

পাকিস্তান ও যুক্তরাষ্ট্র শনিবার তাদের দ্বিপাক্ষিক যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া ‘ইন্সপায়ার্ড গ্যাম্বিট–২০২৬’–এর ১৩তম সংস্করণ শুরু করেছে। দুই সপ্তাহব্যাপী এই মহড়ার লক্ষ্য হলো উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়। খবরআরব নিউজের।

 

পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের পাব্বিতে অবস্থিত জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মহড়ার সূচনা হয়, যেখানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, এই মহড়ায় শহুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত কৌশল, কৌশলগত পদ্ধতি ও মার্কসম্যানশিপ দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একে অপরের অপারেশনাল মতবাদ ও সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা বাড়ানো হচ্ছে।

 

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পারস্পরিক সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।