এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি আজ বুধবার ঢাকায় আসছে। বিভিন্ন দেশে সফরের অংশ হিসেবে আসন্ন ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে আসবে। তবে এই ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ সবাই পাবেন না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ট্রফিটি সরাসরি দেখা এবং ছবি তোলার সুযোগ পাবেন।
এদিকে কোকা-কোলার এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করা এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা এই এক্সক্লুসিভ পাস অর্জন করেন। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক সূচনা হয় গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে।
ইতালির কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি ট্যুরের উদ্বোধন করেন। বিশ্বকাপের ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।


























