রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি চাপায় পেট্রল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতোমধ্যে তাকে ও তার গাড়িচালককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত কর্মচারীর নাম রিপন সাহা (৩২)। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
পুলিশ জানায়, একটি কালো রঙের পাজেরো জিপে তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় রিপন সাহা গাড়ির সঙ্গে দৌড়ে গেলে তাকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুরো ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে গাড়ির মালিক জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন এবং তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।




















