ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, রাজধানী ঢাকা থেকেই তার নির্বাচনী সফর শুরু হবে। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি জামায়াত আমির তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ করবেন এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
পরদিন ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।
এছাড়া, ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
জামায়াত আমিরের এই নির্বাচনী সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।



















