ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের পর মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে ক্লাব ফুটবলের ইউরোপিয়ান মৌসুম শেষ হয়েছে। জুন ইউন্ডোতে জাতীয় দল জার্সিতে খেলতে খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এদিকে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ১১ জুন সকাল পৌনে ৭টায় সেলেসাওদের ম্যাচটি মাঠে গড়াবে।

আর্জেন্টিনা জুনে তাদের উইন্ডো শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন। বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে শীর্ষে, ব্রাজিল চারে। এখান থেকে শীর্ষ ৬ দল ৪৮ দলের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। গেল কদিন আগে ব্রাজিল তাদের কোচ হিসেবে নিয়োগ দেয় কার্লো আনচেলত্তিকে। ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ এবার  জাতীয় দলের ডাগআউটে বসবে ব্রাজিলের হয়ে।

জনপ্রিয় সংবাদ

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে’ — মন্তব্য মির্জা ফখরুলের

ঈদের পর মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে ক্লাব ফুটবলের ইউরোপিয়ান মৌসুম শেষ হয়েছে। জুন ইউন্ডোতে জাতীয় দল জার্সিতে খেলতে খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এদিকে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ১১ জুন সকাল পৌনে ৭টায় সেলেসাওদের ম্যাচটি মাঠে গড়াবে।

আর্জেন্টিনা জুনে তাদের উইন্ডো শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন। বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে শীর্ষে, ব্রাজিল চারে। এখান থেকে শীর্ষ ৬ দল ৪৮ দলের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। গেল কদিন আগে ব্রাজিল তাদের কোচ হিসেবে নিয়োগ দেয় কার্লো আনচেলত্তিকে। ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ এবার  জাতীয় দলের ডাগআউটে বসবে ব্রাজিলের হয়ে।