ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা করলেন ওমানের সুলতান, রয়েছেন বিদেশিরাও

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে এক মানবিক সিদ্ধান্তে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সুলতানের দপ্তর থেকে দেওয়া এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, ক্ষমার এ সিদ্ধান্ত মানবিক মূল্যবোধ ও সামাজিক সংহতির প্রতি সুলতানের অঙ্গীকারেরই প্রতিফলন। ঈদুল আজহার মতো পবিত্র উৎসবের প্রাক্কালে কারাবন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে দিতে এ পদক্ষেপ নিয়েছেন সুলতান হাইথাম।

মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক রয়েছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও, তাদের সবাইকে ওমান সরকারের ব্যবস্থাপনায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে অধিষ্ঠিত হন। এর আগে তিনি পররাষ্ট্র, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। জন্ম ১৯৫৫ সালে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমান বরাবরই দয়া, করুণা, ঐক্য এবং সামাজিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ঈদুল আজহা উপলক্ষে এই কারামুক্তি শুধুমাত্র মানবিকতা নয়, বরং রাষ্ট্রের উদারনৈতিক অবস্থানেরও প্রতিফলন।

সুলতান মুক্তিপ্রাপ্ত বন্দি এবং তাদের পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা ও কল্যাণ কামনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রথম নির্বাচন মায়ের পুরোনো আসনে

ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ কারাবন্দিকে ক্ষমা করলেন ওমানের সুলতান, রয়েছেন বিদেশিরাও

আপডেট সময় ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে এক মানবিক সিদ্ধান্তে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সুলতানের দপ্তর থেকে দেওয়া এক রাজকীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, ক্ষমার এ সিদ্ধান্ত মানবিক মূল্যবোধ ও সামাজিক সংহতির প্রতি সুলতানের অঙ্গীকারেরই প্রতিফলন। ঈদুল আজহার মতো পবিত্র উৎসবের প্রাক্কালে কারাবন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে দিতে এ পদক্ষেপ নিয়েছেন সুলতান হাইথাম।

মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক রয়েছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও, তাদের সবাইকে ওমান সরকারের ব্যবস্থাপনায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সুলতান হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে অধিষ্ঠিত হন। এর আগে তিনি পররাষ্ট্র, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। জন্ম ১৯৫৫ সালে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমান বরাবরই দয়া, করুণা, ঐক্য এবং সামাজিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ঈদুল আজহা উপলক্ষে এই কারামুক্তি শুধুমাত্র মানবিকতা নয়, বরং রাষ্ট্রের উদারনৈতিক অবস্থানেরও প্রতিফলন।

সুলতান মুক্তিপ্রাপ্ত বন্দি এবং তাদের পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা ও কল্যাণ কামনা জানিয়েছেন।