ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হামাস মোকাবেলায় গ্যাং ও আইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যবহার করছে ইসরায়েল: নেতানিয়াহুর স্বীকারোক্তি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দমননীতি বাস্তবায়নে নতুন ও বিপজ্জনক কৌশলের আশ্রয় নিয়েছে ইসরায়েল—এবার তারা গ্যাং এবং ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। এ তথ্য সরাসরি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৫ জুন) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, “নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে আমরা কিছু স্থানীয় গোত্র ও পরিবারের সদস্যদের সক্রিয় করেছি।” যদিও তিনি স্বীকার করেননি যে এসব গোষ্ঠীর অনেকেই অপরাধী গ্যাং এবং ত্রাণবাহী ট্রাক লুটে জড়িত।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজটাইমস অব ইসরায়েল জানায়, এসব গোষ্ঠীর মধ্যে অন্তত একটি ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ সশস্ত্র চক্র রয়েছে, যাদের ইসরায়েল সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে। দক্ষিণ গাজার প্রভাবশালী গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন।

টাইমস অব ইসরায়েলের সামরিক সূত্র জানায়, এই গ্যাংকে যে অস্ত্র সরবরাহ করা হয়েছে, তার মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্রও রয়েছে। বর্তমানে তারা রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয়।

হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, তারা এই গ্যাং সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বিরোধী নেতা অ্যাভিগডর লিবারম্যান বলেন, “একসময় যেমন পিএলও-কে ঠেকাতে ইসরায়েল হামাসকে অর্থায়ন করেছিল, এখন তেমনি হামাস ঠেকাতে নতুন সশস্ত্র গোষ্ঠী তৈরি করছে নেতানিয়াহু সরকার।”

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

হামাস মোকাবেলায় গ্যাং ও আইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যবহার করছে ইসরায়েল: নেতানিয়াহুর স্বীকারোক্তি

আপডেট সময় ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দমননীতি বাস্তবায়নে নতুন ও বিপজ্জনক কৌশলের আশ্রয় নিয়েছে ইসরায়েল—এবার তারা গ্যাং এবং ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। এ তথ্য সরাসরি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৫ জুন) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, “নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে আমরা কিছু স্থানীয় গোত্র ও পরিবারের সদস্যদের সক্রিয় করেছি।” যদিও তিনি স্বীকার করেননি যে এসব গোষ্ঠীর অনেকেই অপরাধী গ্যাং এবং ত্রাণবাহী ট্রাক লুটে জড়িত।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজটাইমস অব ইসরায়েল জানায়, এসব গোষ্ঠীর মধ্যে অন্তত একটি ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ সশস্ত্র চক্র রয়েছে, যাদের ইসরায়েল সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে। দক্ষিণ গাজার প্রভাবশালী গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন।

টাইমস অব ইসরায়েলের সামরিক সূত্র জানায়, এই গ্যাংকে যে অস্ত্র সরবরাহ করা হয়েছে, তার মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্রও রয়েছে। বর্তমানে তারা রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয়।

হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, তারা এই গ্যাং সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বিরোধী নেতা অ্যাভিগডর লিবারম্যান বলেন, “একসময় যেমন পিএলও-কে ঠেকাতে ইসরায়েল হামাসকে অর্থায়ন করেছিল, এখন তেমনি হামাস ঠেকাতে নতুন সশস্ত্র গোষ্ঠী তৈরি করছে নেতানিয়াহু সরকার।”