ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক, গ্রেটা থুনবার্গসহ ক্রুরা ইসরায়েলে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে থাকাকালে এটি থামানো হয় এবং এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে।

‘ম্যাডলিন’ জাহাজটিতে ছিল গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের সহায়তায় এটি গত ১ জুন ইতালির সিসিলি থেকে রওনা হয়েছিল। জাহাজটিতে পরিবেশ ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী রয়েছেন।

এর আগে, গত মে মাসে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ২ মার্চ থেকে গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে ইসরায়েল, যা কিছুটা শিথিল হলেও এখনো বহাল রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলগুলোর ডাকে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৩ লাখ মানুষ। পদযাত্রাটি শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে। বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার : নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটক, গ্রেটা থুনবার্গসহ ক্রুরা ইসরায়েলে

আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে থাকাকালে এটি থামানো হয় এবং এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে।

‘ম্যাডলিন’ জাহাজটিতে ছিল গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের সহায়তায় এটি গত ১ জুন ইতালির সিসিলি থেকে রওনা হয়েছিল। জাহাজটিতে পরিবেশ ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী রয়েছেন।

এর আগে, গত মে মাসে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ২ মার্চ থেকে গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে ইসরায়েল, যা কিছুটা শিথিল হলেও এখনো বহাল রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলগুলোর ডাকে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৩ লাখ মানুষ। পদযাত্রাটি শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে। বিক্ষোভে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করা হয়।