ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে নীরবতা: অচল প্রশাসনের দায় স্বীকার করলেন ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুরের সময় অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক বক্তৃতা শেষে তিনি জানান, সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল এবং পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছিল।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে সব কিছু একসঙ্গে সামাল দেওয়া সম্ভব হয়নি এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, জনগণ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল এবং পুলিশের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করত।

ড. ইউনূস জানান, যেই পুলিশ সেই সময় দায়িত্বে ছিল, তারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছিল—এমন বাস্তবতায় জনগণের মধ্যে বিশ্বাস ফিরে আনা ছিল কঠিন কাজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষ আবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে শুরু করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে নীরবতা: অচল প্রশাসনের দায় স্বীকার করলেন ড. ইউনূস

আপডেট সময় ০৮:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুরের সময় অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক বক্তৃতা শেষে তিনি জানান, সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল এবং পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছিল।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে সব কিছু একসঙ্গে সামাল দেওয়া সম্ভব হয়নি এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, জনগণ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল এবং পুলিশের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করত।

ড. ইউনূস জানান, যেই পুলিশ সেই সময় দায়িত্বে ছিল, তারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছিল—এমন বাস্তবতায় জনগণের মধ্যে বিশ্বাস ফিরে আনা ছিল কঠিন কাজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষ আবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে শুরু করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।