ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক আজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হবে লন্ডনের পার্ক লেন এলাকার হোটেল ডোরচেস্টারে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠক শুরু হবে দুপুর ২টায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের জানান, “এই বৈঠকের নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় বৈঠক হতে যাচ্ছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকাল নির্ধারণ, ‘জুলাই চার্টার’ এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।”

সূত্র জানায়, বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের গঠন, নির্দলীয় পর্যবেক্ষণ কাঠামো, বিরোধী দলের নিরাপত্তা, রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা— এসব কৌশলগত বিষয়ে আলাপ হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এই বৈঠক হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি সূত্রে বলা হয়েছে, দলটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকলেও বেশ কিছু শর্ত পূরণের ওপর তাদের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক আজ

আপডেট সময় ১১:১৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হবে লন্ডনের পার্ক লেন এলাকার হোটেল ডোরচেস্টারে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠক শুরু হবে দুপুর ২টায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের জানান, “এই বৈঠকের নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় বৈঠক হতে যাচ্ছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকাল নির্ধারণ, ‘জুলাই চার্টার’ এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।”

সূত্র জানায়, বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের গঠন, নির্দলীয় পর্যবেক্ষণ কাঠামো, বিরোধী দলের নিরাপত্তা, রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা— এসব কৌশলগত বিষয়ে আলাপ হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এই বৈঠক হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি সূত্রে বলা হয়েছে, দলটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকলেও বেশ কিছু শর্ত পূরণের ওপর তাদের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে।