ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী প্রযুক্তি কোম্পানি মেটাকে ঘৃণা ছড়ানো ও সামাজিক সম্প্রীতি ব্যাহতকারী বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় কার্যকর পন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৫ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) সাইমন মিলনার ও পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “ভুল তথ্য একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর কনটেন্ট ও ঘৃণামূলক বার্তা সমাজে অস্থিরতা তৈরি করে। একে প্রতিহত করতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানেরও দায়িত্ব রয়েছে।