কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ এবার ইউটিউবে মুক্তি পাচ্ছে। দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন পর্ব দেখা যাবে।
পরিচালনার পাশাপাশি এবার প্রযোজনার দায়িত্বও নিয়েছেন অমি নিজেই। তিনি বলেন, “ওটিটি মানের সিরিজ বানানোর পরও অনেক দর্শক ইউটিউবে দেখতে চান। তাদের জন্যই এই ব্যবস্থা করেছি। শুধুমাত্র প্রোমো দিয়েই বুম ফিল্মসে ছয় লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে।”
ইউটিউব মুক্তির আগে গত মাসে ‘বঙ্গ অ্যাপ’-এ সিরিজটির প্রথম ৮ পর্ব মুক্তি পায় এবং তা রেকর্ডসংখ্যক দর্শকের কাছে পৌঁছায়। এখন দ্বিতীয় দফায় এটি ইউটিউবে, এরপর চ্যানেল আই-তে সম্প্রচার হবে।
চ্যানেল আইতে সম্প্রচারসূচি:
প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে মূল প্রচার
প্রথম পুনঃপ্রচার: ভোর ৩টা ৪০ মিনিটে
দ্বিতীয় পুনঃপ্রচার: পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে
প্রতি পর্বের দৈর্ঘ্য প্রায় ২০ মিনিট। এবারের মৌসুমেও দর্শক দেখতে পাবেন প্রিয় চরিত্র কাবিলা, পাশা, হাবু, শিমুল ও তাদের রঙিন জীবনের গল্প। অভিনয়ে রয়েছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।
অমি বলেন, “আমি আত্মবিশ্বাসী, দর্শক ইউটিউবেও ওটিটি মানের কাজ দেখে মুগ্ধ হবেন। বরং তারা যেটা আশা করে, তার চেয়েও ভালো কিছু পাবে।”
দর্শকদের জন্য এবার তিনটি প্ল্যাটফর্মেই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ উপভোগের সুযোগ — বঙ্গ অ্যাপ, ইউটিউব ও চ্যানেল আই।