সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীর)। মঙ্গলবার (৮ জুলাই) নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক দলের কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচারবিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি জানান, ইসলামী দলগুলোর মধ্যে ইতোমধ্যেই সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এখন সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে, যেন তারা একই প্রতীকে নির্বাচন করতে পারে। তার ভাষায়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠনের লক্ষ্যে কাজ করছে ইসলামী আন্দোলন।
দেশ পরিচালনার ক্ষেত্রে প্রচলিত দলগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন চরমোনাই পীর। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি রোধে তারা ব্যর্থ হয়েছে। এখন কেবল ব্যক্তি বা দল পরিবর্তনে হবে না, বদলাতে হবে নীতি ও আদর্শ। ইসলামকেই তিনি শান্তি ও মুক্তির একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন।
সংসদে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, পিআর পদ্ধতি অনুসরণ করলে তা সম্ভব। সব সংস্কার একদিনে সম্ভব না হলেও, জরুরি বিষয়গুলো সামনে এনে নির্বাচন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
কবর জিয়ারত শেষে তিনি নিহত ইসলামী আন্দোলনের কর্মী গোলাম মোস্তফার পরিবারকে এক লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি ওই পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।