ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাছে বিএনপি-আ.লীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বুধবার (৯ জুলাই) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মোতালেব হোসেন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের বাসিন্দা এবং বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের একজন এজেন্ট। পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

লিখিত অভিযোগে মোতালেব জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

মোতালেব বলেন, “আমার চিৎকারে স্থানীয় কয়েকজন, including জিয়াউর রহমান, এসে আমাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।”

অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান মামুন দাবি করেন, “বাইটকামারী ঘাট আমার নামে ইজারা নেওয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালুর ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকা চাইতেই সে আমাদের গালাগাল করেছে।”

এদিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

রৌমারীতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাছে বিএনপি-আ.লীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় ০৯:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বুধবার (৯ জুলাই) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মোতালেব হোসেন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের বাসিন্দা এবং বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের একজন এজেন্ট। পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

লিখিত অভিযোগে মোতালেব জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

মোতালেব বলেন, “আমার চিৎকারে স্থানীয় কয়েকজন, including জিয়াউর রহমান, এসে আমাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে।”

অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান মামুন দাবি করেন, “বাইটকামারী ঘাট আমার নামে ইজারা নেওয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালুর ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকা চাইতেই সে আমাদের গালাগাল করেছে।”

এদিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”