বিএনপিকে নিয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ঘিরে এখন যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। এই চক্রান্তের লক্ষ্য হলো দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বকে নিঃশেষ করে দেওয়া। তবে ইতিহাসে বিএনপি বহুবার প্রমাণ করেছে, দলটি ধ্বংসস্তূপের মধ্যেও পুনর্জন্ম নিতে সক্ষম।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে মনে করেছিলেন বিএনপি আর টিকবে না। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ছাত্র ও যুবশক্তিকে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং রাজনীতির ময়দানে টিকে থেকেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি হচ্ছে দেশের মানুষের বিশ্বাসের জায়গা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি শক্তি। একে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে ধ্বংস করা যাবে না। তিনি দলের নেতাকর্মীদের প্রতিপক্ষের চক্রান্ত মোকাবিলায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে প্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও রাজনৈতিক সচেতনতার মাধ্যমে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করে বিএনপিকে আরও শক্তিশালী ভিত্তিতে দাঁড় করাতে হবে।