ঝালকাঠিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই এনসিপি মাঠে নেমেছে। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার এনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”
রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপড়িয়া পট্টি এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “একটি সফল গণঅভ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরোনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।” তিনি বলেন, “আমরা এই ভয়ভিত্তিক সংস্কৃতির পরিবর্তন চাই এবং গণতন্ত্রের পক্ষে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই।”
তিনি ঝালকাঠির জনসভায় উপস্থিত সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবারও ঝালকাঠি আসার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এবং যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। বক্তারা সবাই আওয়ামী শাসনামলে দেশে রাজনৈতিক নিপীড়ন, রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।