ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত, ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্রে আগ্রহী ১৪ দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

চলতি বছরের মে মাসের শুরুতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর দুই দেশের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়, যা ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চলে। এই যুদ্ধে ভারত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনার পর ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্রের প্রতি বৈশ্বিক আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৩ জুলাই) উত্তর প্রদেশের পিজে কলেজে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্র বানু গুপ্তর একটি ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজনাথ। তিনি জানান, ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত ১৪টি দেশ কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং এগুলো লখনৌ থেকেই রপ্তানি করা হবে। এতে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর শাসনামলে রাজ্যে আইন-শৃঙ্খলা শক্তিশালী হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান আওয়াজ

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, নিহত ৪ – শহরে কারফিউ, সেনা মোতায়েন

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত, ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্রে আগ্রহী ১৪ দেশ

আপডেট সময় ১১:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

চলতি বছরের মে মাসের শুরুতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর দুই দেশের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়, যা ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চলে। এই যুদ্ধে ভারত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনার পর ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্রের প্রতি বৈশ্বিক আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৩ জুলাই) উত্তর প্রদেশের পিজে কলেজে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্র বানু গুপ্তর একটি ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজনাথ। তিনি জানান, ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত ১৪টি দেশ কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং এগুলো লখনৌ থেকেই রপ্তানি করা হবে। এতে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর শাসনামলে রাজ্যে আইন-শৃঙ্খলা শক্তিশালী হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান আওয়াজ