ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুপ্ত সংগঠনের ‘মব’ সৃষ্টির অভিযোগ ছাত্রদলের, শিবির কর্মীদের দায়ী করলেন নাছির উদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি দাবি করেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা কথিত সাধারণ শিক্ষার্থীদের সামনে এনে বিভ্রান্তি ছড়িয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাছির উদ্দিন। তিনি বলেন, ‘মব কালচারের’ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দেশে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে কোনো ‘মব’ তৈরি হয়নি। অথচ শুধু মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে, যার পেছনে একটি গুপ্ত সংগঠনের হাত রয়েছে। এই সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

নাছির উদ্দিন জানান, ছাত্রদলের অবস্থান পরিষ্কার করতে এবং এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ।”

বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর ইউনিটসহ রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

গুপ্ত সংগঠনের ‘মব’ সৃষ্টির অভিযোগ ছাত্রদলের, শিবির কর্মীদের দায়ী করলেন নাছির উদ্দিন

আপডেট সময় ০৭:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি দাবি করেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা কথিত সাধারণ শিক্ষার্থীদের সামনে এনে বিভ্রান্তি ছড়িয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাছির উদ্দিন। তিনি বলেন, ‘মব কালচারের’ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দেশে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে কোনো ‘মব’ তৈরি হয়নি। অথচ শুধু মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে, যার পেছনে একটি গুপ্ত সংগঠনের হাত রয়েছে। এই সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

নাছির উদ্দিন জানান, ছাত্রদলের অবস্থান পরিষ্কার করতে এবং এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ।”

বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর ইউনিটসহ রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।