ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ভাইয়ের পোস্ট শেয়ার করে স্নিগ্ধের আবেগঘন বার্তা: ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র একটি পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের ১৫ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় মুগ্ধ যে পোস্টটি দিয়েছিলেন, সেটি পুনরায় শেয়ার করে স্নিগ্ধ লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

ওই পোস্টটি প্রথম প্রকাশিত হয় আন্দোলনকালীন সময়ে ‘থটস বিহাইন্ড দ্য কেইউ’ নামের একটি ফেসবুক পেজে। সেখানে লেখা ছিল, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা।’ সঙ্গে ছিল একটি প্রতিবাদী ছবি। মুগ্ধ সেটি শেয়ার করে মন্তব্য করেছিলেন, ‘আমি সত্যিই চাই, আমি যদি এখন খুলনায় থাকতাম।’

ভাইয়ের সেই কথাগুলো এক বছর পর নতুন করে ছুঁয়ে যায় স্নিগ্ধকে।

এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

“আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসবে কেবল জনগণের সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

শহীদ ভাইয়ের পোস্ট শেয়ার করে স্নিগ্ধের আবেগঘন বার্তা: ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’

আপডেট সময় ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র একটি পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের ১৫ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় মুগ্ধ যে পোস্টটি দিয়েছিলেন, সেটি পুনরায় শেয়ার করে স্নিগ্ধ লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

ওই পোস্টটি প্রথম প্রকাশিত হয় আন্দোলনকালীন সময়ে ‘থটস বিহাইন্ড দ্য কেইউ’ নামের একটি ফেসবুক পেজে। সেখানে লেখা ছিল, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা।’ সঙ্গে ছিল একটি প্রতিবাদী ছবি। মুগ্ধ সেটি শেয়ার করে মন্তব্য করেছিলেন, ‘আমি সত্যিই চাই, আমি যদি এখন খুলনায় থাকতাম।’

ভাইয়ের সেই কথাগুলো এক বছর পর নতুন করে ছুঁয়ে যায় স্নিগ্ধকে।

এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করা হয়েছে।