জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুক্রবার (১৮ জুলাই) সকালে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন শুরু হয়। এতে বিভিন্ন বয়সের দৌড়বিদরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ম্যারাথনে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন তার ফেসবুক পোস্টে। সেখানে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য স্মরণে এই প্রতীকী আয়োজন যুবসমাজকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।
আয়োজনে অংশগ্রহণকারী তরুণরা বলেন, এমন কর্মসূচি শুধু শারীরিক সক্ষমতাই নয়, রাজনৈতিক সচেতনতা ও জাতীয় ইতিহাসের প্রতি শ্রদ্ধাও জাগ্রত করে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।