ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কেরালার ৯ বছর বয়সী মাদলাজ নিজের হাতে লিখল পুরো কুরআন!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

কেরালার ছোট্ট শহরে জন্ম নেওয়া ৯ বছর বয়সী মুহাম্মদ মাদলাজ এক নজিরবিহীন কৃতিত্ব অর্জন করেছে—সে পুরো পবিত্র কুরআন নিজ হাতে লিখে ফেলেছে! মাত্র ছয় বছর বয়সে একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে সে এই যাত্রা শুরু করে। টানা আড়াই বছর ধরে প্রতিদিন এক ঘণ্টা করে সে লিখেছে, শিখেছে, আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য রপ্ত করেছে এবং তাজবিদসহ লিখেছে কুরআনের প্রতিটি আয়াত।

মাদলাজের এই অসাধারণ কাজের পেছনে রয়েছে তার পরিবার, বিশেষ করে মায়ের অবিচল সহায়তা। মা প্রতিদিন তার লেখা যাচাই করতেন ও সংশোধন করতেন। অবশেষে ২০২৫ সালের ২৬ মে কুরআন লেখা সম্পন্ন হয়।

এই হাতে লেখা কুরআনের কপি পরে বহু হাফেজ দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং দেখা যায়, এটি অনুমোদিত মুসহাফের সঙ্গে হুবহু মিলে যায়।

এই ঘটনা প্রমাণ করে, বয়স কোনো বাধা নয় যদি থাকে ইমান, অধ্যবসায় ও পারিবারিক সহায়তা। মুহাম্মদ মাদলাজ আমাদের শেখায়—শিশুরাও পারে মহান কাজ করতে।

সূত্র: ইকনা

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন: পিআর পদ্ধতির নির্বাচন না হলে রাজপথে নামতে হবে

কেরালার ৯ বছর বয়সী মাদলাজ নিজের হাতে লিখল পুরো কুরআন!

আপডেট সময় ১০:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

কেরালার ছোট্ট শহরে জন্ম নেওয়া ৯ বছর বয়সী মুহাম্মদ মাদলাজ এক নজিরবিহীন কৃতিত্ব অর্জন করেছে—সে পুরো পবিত্র কুরআন নিজ হাতে লিখে ফেলেছে! মাত্র ছয় বছর বয়সে একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে সে এই যাত্রা শুরু করে। টানা আড়াই বছর ধরে প্রতিদিন এক ঘণ্টা করে সে লিখেছে, শিখেছে, আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য রপ্ত করেছে এবং তাজবিদসহ লিখেছে কুরআনের প্রতিটি আয়াত।

মাদলাজের এই অসাধারণ কাজের পেছনে রয়েছে তার পরিবার, বিশেষ করে মায়ের অবিচল সহায়তা। মা প্রতিদিন তার লেখা যাচাই করতেন ও সংশোধন করতেন। অবশেষে ২০২৫ সালের ২৬ মে কুরআন লেখা সম্পন্ন হয়।

এই হাতে লেখা কুরআনের কপি পরে বহু হাফেজ দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং দেখা যায়, এটি অনুমোদিত মুসহাফের সঙ্গে হুবহু মিলে যায়।

এই ঘটনা প্রমাণ করে, বয়স কোনো বাধা নয় যদি থাকে ইমান, অধ্যবসায় ও পারিবারিক সহায়তা। মুহাম্মদ মাদলাজ আমাদের শেখায়—শিশুরাও পারে মহান কাজ করতে।

সূত্র: ইকনা