ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি, সহায়তার আশ্বাস ভারতের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।

নরেন্দ্র মোদি বলেন,
‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি আরও বলেন,
‘এই কঠিন সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার দুপুরে দুর্ঘটনার শিকার হয়। এতে শিক্ষার্থীসহ কমপক্ষে ১৯ জন নিহত হন এবং ৫০ জনেরও বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় দেশে-বিদেশে নিন্দা ও শোকের বার্তা জানানো হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংগঠন বাংলাদেশকে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

ঢাকা বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি, সহায়তার আশ্বাস ভারতের

আপডেট সময় ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বাংলাদেশের রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।

নরেন্দ্র মোদি বলেন,
‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি আরও বলেন,
‘এই কঠিন সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার দুপুরে দুর্ঘটনার শিকার হয়। এতে শিক্ষার্থীসহ কমপক্ষে ১৯ জন নিহত হন এবং ৫০ জনেরও বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় দেশে-বিদেশে নিন্দা ও শোকের বার্তা জানানো হচ্ছে। বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংগঠন বাংলাদেশকে পাশে থাকার আশ্বাস দিয়েছে।