উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার ভয়াবহতায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও এই শোক পালন করছে। বিসিবি জানায়, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার চলমান টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা বাহুতে কালো ব্যান্ড পরে মাঠে নামবেন।
নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিসিবি স্টেডিয়ামে বিশেষ দোয়ার আয়োজন করেছে। এদিন স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন কোনো গান বা বাদ্য বাজানো হবে না বলে জানিয়েছে বোর্ড।
দুর্ঘটনার পর বিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল কালো করে রেখেছে এবং একটি শোক বার্তায় জানিয়েছে, “নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি এবং এই শোকাবহ সময়ে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।”