ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনের ট্র্যাজেডিতে ব্যথিত মিরাজ: ‘আমাদের শুধু দোয়া করাই এখন দায়িত্ব’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের পরিবেশে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন নিহতদের স্মরণে।

ম্যাচ চলাকালীন বিসিবির প্রকাশিত ভিডিওতে কথা বলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, “কাল যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি। সত্যি কথা বলতে, সবার মনই অনেক খারাপ। দলের প্রতিটি খেলোয়াড় এই শোক অনুভব করেছে। কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে বাবা, ভাই কিংবা সন্তানের দায়িত্বে আছি। এই দুর্ঘটনা আমাদের ভেতরটা নাড়িয়ে দিয়েছে।”

ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে মিরাজ বলেন, “ছোট ছোট বাচ্চারা যারা আগুনে পুড়ে গিয়েছে—আমি নিজের চোখে দেখেছি তাদের চিৎকার, তাদের ছুটোছুটি। এ দৃশ্য চোখে দেখা যায় না। গতকাল থেকে এখন পর্যন্ত আমার মন খুবই খারাপ।”

শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের কিছুই করার নেই, শুধু দোয়া করতে পারি। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করছি। বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের পাশে দাঁড়াক, সহযোগিতা করুক। যারা মারা গেছেন, তাদের জন্য দোয়া করতে হবে এবং যারা এখনও চিকিৎসাধীন, তাদের জন্যও সুস্থতার প্রার্থনা করতে হবে।”

জনপ্রিয় সংবাদ

“আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসবে কেবল জনগণের সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

মাইলস্টোনের ট্র্যাজেডিতে ব্যথিত মিরাজ: ‘আমাদের শুধু দোয়া করাই এখন দায়িত্ব’

আপডেট সময় ১২:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের পরিবেশে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন নিহতদের স্মরণে।

ম্যাচ চলাকালীন বিসিবির প্রকাশিত ভিডিওতে কথা বলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, “কাল যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি। সত্যি কথা বলতে, সবার মনই অনেক খারাপ। দলের প্রতিটি খেলোয়াড় এই শোক অনুভব করেছে। কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে বাবা, ভাই কিংবা সন্তানের দায়িত্বে আছি। এই দুর্ঘটনা আমাদের ভেতরটা নাড়িয়ে দিয়েছে।”

ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে মিরাজ বলেন, “ছোট ছোট বাচ্চারা যারা আগুনে পুড়ে গিয়েছে—আমি নিজের চোখে দেখেছি তাদের চিৎকার, তাদের ছুটোছুটি। এ দৃশ্য চোখে দেখা যায় না। গতকাল থেকে এখন পর্যন্ত আমার মন খুবই খারাপ।”

শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের কিছুই করার নেই, শুধু দোয়া করতে পারি। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করছি। বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের পাশে দাঁড়াক, সহযোগিতা করুক। যারা মারা গেছেন, তাদের জন্য দোয়া করতে হবে এবং যারা এখনও চিকিৎসাধীন, তাদের জন্যও সুস্থতার প্রার্থনা করতে হবে।”