শামীম রায়হান ,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্ঠা জবাব চাই”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে পঞ্চম শ্রেনীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন গুলোকে অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার(২৪ জুলাই)সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে দাউদকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ১৫৭ টি কিন্ডারগার্টেনের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ গ্রহন করে৷
মানববন্ধনে বক্তরা বলেন,পঞ্চম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে বেসরকারী কিন্ডারগার্টেনকে অনতিলম্বে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবি মেনে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্ঠা এবং প্রধান উপদেষ্ঠার প্রতি আহবান জানান৷তারা আরো বলেন,যদি আমাদের দাবি দ্রুত মেনে না নেয়া হয় তাহলে পরবর্তী পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক শাহীন আহমেদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সুমন সরকার, যুগ্ম আহবায়ক আবুল হাসান রায়হান, সদস্য মোঃ মাহাবুবুল হক ও জানে আলম তালুকদার প্রমুখ৷
মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাঈমা ইসলামের নিকট প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্ঠা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়৷