বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে শেষ টি-টোয়েন্টিতে বড় জয় পেলেও সেটি আদতে বাংলাদেশের দয়ার ফল—এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।
মিরপুরের কঠিন উইকেটে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে তেমন কোনো লড়াই দিতে না পেরে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। তবে শেষ ম্যাচে ৭৪ রানের জয় তুলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে বাবর আজমের দল।
তবে কামরান আকমলের মতে, তৃতীয় ম্যাচে একাদশে একগাদা পরিবর্তন এনে বাংলাদেশ কার্যত জয়ের সুযোগ করে দিয়েছে পাকিস্তানকে। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে কামরান বলেন, “বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে তারা যেভাবে পাকিস্তানকে অলআউট করেছে, তাতে হোয়াইটওয়াশ ছিল সময়ের অপেক্ষা। কিন্তু তারা মনে করেছে, আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে—এখন বেঞ্চ দেখে নিই।”
বাংলাদেশ প্রথম দুই ম্যাচেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলায়, যা পাকিস্তানের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে রীতিমতো ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন তিনি। কামরানের ভাষায়, “পাকিস্তানকে এখন কোথায় গিয়ে ট্রিট করা হচ্ছে, সেটা দেখুন। এটি লজ্জাজনক।”
তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ছিল পাঁচটি পরিবর্তন। সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, নাসুম ও তানজিদের মতো নতুন মুখকে সুযোগ দিয়ে ম্যাচে ভারসাম্য হারায় স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানও দল পুনর্গঠন করে মাঠে নামে। ওপেনিংয়ে আসে পরিবর্তন, যার সুফল মেলে হাতেনাতে। শাহিবজাদা ফারহান ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন।
এই নিয়েও ক্ষোভ জানান কামরান। ফখর জামান ও সাইম আইয়ুবের মতো দুই বাঁহাতিকে একসঙ্গে খেলানোয় বাংলাদেশের স্পিনাররা সুবিধা পেয়েছে বলে মনে করেন তিনি। “প্রথম ম্যাচ থেকেই রাইট-লেফট কম্বিনেশন দরকার ছিল। শাহিবজাদাকে খেলালে স্পিনারদের এত সুবিধা হতো না,” বলেন তিনি।