ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ছিনতাইকৃত ফোনসহ ধরা ৩, মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইলটিও। ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইউসুফ, সিয়াম এবং জহুরুল নামের তিন ছিনতাইকারীকে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত মোবাইল ফোন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডে সাংবাদিকের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তৎপর হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এবং সহকারী কমিশনার জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগে সাড়া না দেওয়ার কারণে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ক্লোজ হওয়া সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল ইসলাম এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, “ভুক্তভোগীর অভিযোগ যথাযথভাবে আমলে না নেওয়ায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে ক্লোজ করে বিভাগীয় তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

সাংবাদিকের ছিনতাইকৃত ফোনসহ ধরা ৩, মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইলটিও। ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইউসুফ, সিয়াম এবং জহুরুল নামের তিন ছিনতাইকারীকে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত মোবাইল ফোন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডে সাংবাদিকের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তৎপর হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এবং সহকারী কমিশনার জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগে সাড়া না দেওয়ার কারণে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ক্লোজ হওয়া সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল ইসলাম এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, “ভুক্তভোগীর অভিযোগ যথাযথভাবে আমলে না নেওয়ায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে ক্লোজ করে বিভাগীয় তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”