ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-সদস্যসহ পাঁচজন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগরের আহ্বায়কসহ পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), বাড্ডার আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম (১৩), চাঁদপুরের ইব্রাহীম হোসেন (২৪) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। আর সিয়াম ও সাদাব একই সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, অভিযুক্তরা একটি বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকার দাবি করলে, সেখানেই তাদের হাতেনাতে আটক করা হয়। বর্তমানে ভুক্তভোগী এবং অভিযুক্তরা গুলশান থানায় রয়েছেন। লিখিত অভিযোগ গ্রহণের পর তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-সদস্যসহ পাঁচজন

আপডেট সময় ১১:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রাজধানীর গুলশানে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগরের আহ্বায়কসহ পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), বাড্ডার আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম (১৩), চাঁদপুরের ইব্রাহীম হোসেন (২৪) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। আর সিয়াম ও সাদাব একই সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, অভিযুক্তরা একটি বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকার দাবি করলে, সেখানেই তাদের হাতেনাতে আটক করা হয়। বর্তমানে ভুক্তভোগী এবং অভিযুক্তরা গুলশান থানায় রয়েছেন। লিখিত অভিযোগ গ্রহণের পর তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।