ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই পরিবারটি ১১ দিন আগে সৌদি আরবে যান। শনিবার (২৬ জুলাই) দেশটির একটি সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। দুর্ঘটনার পর সৌদি আরবেই নিহতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারানোর একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছর হজ মৌসুমে হার্ট অ্যাটাকসহ নানা রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যান ১৮ জন পাকিস্তানি নাগরিক, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। তাদের সবাইকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

২০২৩ সালের ২৮ মার্চ, এমনই আরেক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন এবং আরও ১৮ জন আহত হন।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

আপডেট সময় ১২:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই পরিবারটি ১১ দিন আগে সৌদি আরবে যান। শনিবার (২৬ জুলাই) দেশটির একটি সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। দুর্ঘটনার পর সৌদি আরবেই নিহতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারানোর একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছর হজ মৌসুমে হার্ট অ্যাটাকসহ নানা রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যান ১৮ জন পাকিস্তানি নাগরিক, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। তাদের সবাইকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

২০২৩ সালের ২৮ মার্চ, এমনই আরেক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন এবং আরও ১৮ জন আহত হন।