ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইন উপদেষ্টা আসিফ নজরুলের ৭১’এর সঙ্গে তুলনায় অসন্তুষ্ট জেড আই খান পান্না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

অধ্যাপক আসিফ নজরুলের ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে ২০২৪ সালের সহিংসতা তুলনার সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না।

মঙ্গলবার (২৯ জুলাই) ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়তো আপনি দেখেন নাই।”

এই প্রতিক্রিয়া আসে একটি আলোচিত মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এক অনুষ্ঠানে বলেন, “শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি।” তিনি মৃতদেহ পুড়িয়ে ফেলা ও আহত ব্যক্তিকে গুলি করার মতো ঘটনার কথা তুলে ধরে সেগুলোকে “ভয়ংকর নৃশংসতা” হিসেবে বর্ণনা করেন।

উক্ত মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যার প্রসঙ্গ টানার বিষয়ে।

সমালোচনার মুখে আসিফ নজরুল পরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে লেখেন, “শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ, তবে যারা মনে করেছেন আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

আইন উপদেষ্টা আসিফ নজরুলের ৭১’এর সঙ্গে তুলনায় অসন্তুষ্ট জেড আই খান পান্না

আপডেট সময় ১০:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

অধ্যাপক আসিফ নজরুলের ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে ২০২৪ সালের সহিংসতা তুলনার সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না।

মঙ্গলবার (২৯ জুলাই) ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়তো আপনি দেখেন নাই।”

এই প্রতিক্রিয়া আসে একটি আলোচিত মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এক অনুষ্ঠানে বলেন, “শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি।” তিনি মৃতদেহ পুড়িয়ে ফেলা ও আহত ব্যক্তিকে গুলি করার মতো ঘটনার কথা তুলে ধরে সেগুলোকে “ভয়ংকর নৃশংসতা” হিসেবে বর্ণনা করেন।

উক্ত মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যার প্রসঙ্গ টানার বিষয়ে।

সমালোচনার মুখে আসিফ নজরুল পরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে লেখেন, “শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ, তবে যারা মনে করেছেন আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”