ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর দাবি ‘গাজায় কেউ অনাহারে নেই’, দ্বিমত ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের মধ্যেই বিতর্ক উসকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, “গাজায় কেউ অনাহারে নেই। আমরা কোনো অনাহার নীতি অনুসরণ করছি না। যুদ্ধকালেও মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে সেখানে এখন কোনো মানুষ থাকত না।”

তবে নেতানিয়াহুর এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, “গাজায় শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। এমন ছবি দেখে বোঝা যায়, বাস্তবতা ভিন্ন।”

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ সপ্তাহান্তে ‘মানবিক বিরতি’ ঘোষণা করলেও গাজার বাসিন্দারা বলছেন, এতে বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক জায়গায় খাবার পড়ে ছিটকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ক্যান। গাজাবাসী এই পদ্ধতিকে ‘অবমাননাকর’ বলেও উল্লেখ করেছেন।

ইসরায়েল দাবি করছে, হামাস ত্রাণ লুট করছে ও সেগুলো নিজেদের ব্যবহার করছে। তবে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি। বরং জাতিসংঘ বলছে, “যথেষ্ট পরিমাণে ত্রাণ ঢুকতে দিলে লুটপাটের সুযোগ কমে যাবে।”

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নেতানিয়াহুর দাবি ‘গাজায় কেউ অনাহারে নেই’, দ্বিমত ট্রাম্পের

আপডেট সময় ১১:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের মধ্যেই বিতর্ক উসকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, “গাজায় কেউ অনাহারে নেই। আমরা কোনো অনাহার নীতি অনুসরণ করছি না। যুদ্ধকালেও মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে সেখানে এখন কোনো মানুষ থাকত না।”

তবে নেতানিয়াহুর এই বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন তাঁর ঘনিষ্ঠ মিত্র, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, “গাজায় শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। এমন ছবি দেখে বোঝা যায়, বাস্তবতা ভিন্ন।”

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ সপ্তাহান্তে ‘মানবিক বিরতি’ ঘোষণা করলেও গাজার বাসিন্দারা বলছেন, এতে বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক জায়গায় খাবার পড়ে ছিটকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ক্যান। গাজাবাসী এই পদ্ধতিকে ‘অবমাননাকর’ বলেও উল্লেখ করেছেন।

ইসরায়েল দাবি করছে, হামাস ত্রাণ লুট করছে ও সেগুলো নিজেদের ব্যবহার করছে। তবে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি। বরং জাতিসংঘ বলছে, “যথেষ্ট পরিমাণে ত্রাণ ঢুকতে দিলে লুটপাটের সুযোগ কমে যাবে।”