অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। বুধবার রাফা সীমান্ত দিয়ে সাতটি খাদ্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। এসব সহায়তা পাঠানো হয়েছে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও রিলিফ কেন্দ্রের (কেএসরিলিফ) আওতায়।
সৌদি গ্যাজেট জানিয়েছে, গাজায় সহায়তা পাঠানোর অংশ হিসেবে এখন পর্যন্ত সৌদি আরব ৫৮টি বিমান ও ৮টি জাহাজ ব্যবহার করেছে। এসব বহনে মোট ৭১৮৮ টন খাদ্য, ওষুধ ও আশ্রয়সামগ্রী পাঠানো হয়েছে। এ ছাড়া পাঠানো হয়েছে ২০টি অ্যাম্বুলেন্স, যা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। ইসরায়েলের অবরোধ এবং টানা হামলায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে রয়েছে উপত্যকার বাসিন্দারা। পরিস্থিতির চাপে পড়ে সম্প্রতি ইসরায়েল প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রেখে কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
সৌদি আরব ত্রাণ পাঠানোর পাশাপাশি জর্ডানের সহায়তায় গাজায় আকাশপথে খাদ্যও সরবরাহ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন।























