কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন এক সাপুড়ে। আর মৃত্যুর কারণ হয়ে ওঠা সেই কিং কোবরা সাপটিকেই পরে কাঁচা চিবিয়ে খান আরেক সাপুড়ে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের সাপুড়ে বয়েজ উদ্দিন সাপ ধরতে গিয়ে কিং কোবরা সাপের ছোবলে আক্রান্ত হন। কিছুক্ষণ পর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।
পরে ওই সাপ ও তার বাচ্চাগুলো নিয়ে যান ওঝা মোজাহার। গাবতলা বাজারে এসে জনসম্মুখে কাঁচা চিবিয়ে খান মৃত্যুর কারণ সেই বিষাক্ত সাপটি।