ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সমন্বয়ক’ বিতর্কে জুলকারনাইনের প্রতিবাদ: সাদিকের বিরুদ্ধে অপপ্রচার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে অন্যান্যদের মতো নেতৃত্বদানকারী ইসলামী ছাত্রশিবির নেতা আবু সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জবাব দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সায়ের লেখেন, ‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক।’ তিনি সাদিক কায়েমের ভূমিকার প্রশংসা করে বলেন, এই তরুণ আন্দোলন, আদর্শ ও নেতৃত্বের প্রশ্নে আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হননি।

সায়ের পোস্টে আরও উল্লেখ করেন, ‘স্বাভাবিকভাবেই তাকে ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’

এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনার জন্ম দেয়। কারণ এর আগে বৃহস্পতিবার দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল, ইসলামী ছাত্রশিবির, সাদিক কায়েম এবং কথিত একটি ‘ক্যু পরিকল্পনা’সহ নানা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার এই পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

দোহারে সরকারি জায়গা দখলচেষ্টা: এনসিপি নেতার বাবাকে বাধা দিলেন স্থানীয় ব্যবসায়ীরা

‘সমন্বয়ক’ বিতর্কে জুলকারনাইনের প্রতিবাদ: সাদিকের বিরুদ্ধে অপপ্রচার

আপডেট সময় ১০:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে অন্যান্যদের মতো নেতৃত্বদানকারী ইসলামী ছাত্রশিবির নেতা আবু সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জবাব দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সায়ের লেখেন, ‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক।’ তিনি সাদিক কায়েমের ভূমিকার প্রশংসা করে বলেন, এই তরুণ আন্দোলন, আদর্শ ও নেতৃত্বের প্রশ্নে আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হননি।

সায়ের পোস্টে আরও উল্লেখ করেন, ‘স্বাভাবিকভাবেই তাকে ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’

এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনার জন্ম দেয়। কারণ এর আগে বৃহস্পতিবার দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল, ইসলামী ছাত্রশিবির, সাদিক কায়েম এবং কথিত একটি ‘ক্যু পরিকল্পনা’সহ নানা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার এই পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।