ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধাপরাধ এবং গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে ইউরোপীয় দেশ পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে পর্তুগাল এই স্বীকৃতি ঘোষণা করতে পারে। তবে তার আগে পর্তুগিজ প্রধানমন্ত্রী দেশের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এবং সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করবেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত শর্ত ও বিশ্লেষণমূলক দিকগুলো পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিকভাবে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চুক্তি এবং ধারাবাহিক কূটনৈতিক সংলাপের বিষয়গুলো।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান আরও জোরালো করবে। ইতোমধ্যে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়েসহ ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
গণহত্যা, যুদ্ধাপরাধ এবং গাজার ধ্বংসস্তূপ
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এতে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু। অঞ্চলজুড়ে চরম খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং ধ্বংসযজ্ঞ চলছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।