ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক ধারাকে স্বাগত জানিয়েছে ইরাক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফ্রান্স, কানাডা, মাল্টা, যুক্তরাজ্য ও পর্তুগাল—এই দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা স্বীকৃতির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে, যা প্রশংসনীয়। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে।
ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এসব উদ্যোগ ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথকে আরও মজবুত করবে।