ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী ফের একসঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের সবুজ প্রান্তরে ঘুরে বেড়াতে দেখা গেছে এই তারকা দম্পতিকে।
রোববার (৩ আগস্ট) সকালে বুবলী নিজেই নিউইয়র্ক থেকে শেয়ার করেন ১১টি ছবি। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে ঝরে পড়ে বিস্ময়, আবেগ আর প্রশংসা। কেউ লিখেছেন, “পরিবারই সবার আগে”, আবার কেউ মন্তব্য করছেন, “এবার অপু বিশ্বাস কী বলবেন?”
ছবিগুলোর অনেকটাই ছিল রোমান্টিক আবহে। একটিতে দেখা যায়, সবুজ ঘাসের মাঠে বুবলীর হাত ধরে হেঁটে চলেছেন শাকিব খান। আরেকটিতে বুবলীকে জড়িয়ে ধরে কিছু একটা দেখাচ্ছেন তিনি। আরও এক ছবিতে স্পষ্ট হয় তাদের ঘনিষ্ঠ মুহূর্ত—দূর দেশে পরিবার নিয়ে সময় কাটানোর প্রশান্তি যেন ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে।
উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন শাকিব খান। তখন তিনি বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” সেই অভিজ্ঞতা থেকেই এবার ছোট ছেলে বীরকেও সেই একই ভালোবাসা ও স্মৃতির অংশ করতে চেয়েছেন শাকিব।
বর্তমানে কয়েক দিনের জন্য ছেলে শেহজাদ বীরকে সঙ্গে পেয়েছেন তিনি। সফরের শেষে চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে ঢালিউড কিং খ্যাত এই অভিনেতার।