ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি” — ইসলামাবাদে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানকে ইরানি জনগণের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে আখ্যা দিয়েছেন। রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে পেজেশকিয়ান বলেন, “পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। আমরা এই সম্পর্ককে কেবল কূটনৈতিক নয়, আত্মিক সম্পর্ক বলেই বিবেচনা করি।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ১৩টি সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চল ও গোটা মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আমাদের দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত জরুরি। বিভাজন নয়, ঐক্যই আমাদের অস্তিত্বের প্রধান ভিত্তি হতে হবে।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এটিই প্রথম পাকিস্তান সফর। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ছাড়াও মুসলিম বিশ্বে চলমান সংকট ও বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যু’ত্থান বর্ষপূর্তিতে এনসিপির ইশতেহার ঘোষণা ও ছাত্রদলের নির্বাচনমুখী সমাবেশ

“পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি” — ইসলামাবাদে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় ১০:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানকে ইরানি জনগণের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে আখ্যা দিয়েছেন। রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে পেজেশকিয়ান বলেন, “পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। আমরা এই সম্পর্ককে কেবল কূটনৈতিক নয়, আত্মিক সম্পর্ক বলেই বিবেচনা করি।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ১৩টি সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চল ও গোটা মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আমাদের দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত জরুরি। বিভাজন নয়, ঐক্যই আমাদের অস্তিত্বের প্রধান ভিত্তি হতে হবে।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এটিই প্রথম পাকিস্তান সফর। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ছাড়াও মুসলিম বিশ্বে চলমান সংকট ও বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।