চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা (আসল নাম: মাসুদ পারভেজ) এবার দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। ৩ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি চিকিৎসা খাতের নানা অনিয়ম এবং ডাক্তারদের পেশাগত নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ সোহেল রানা নিয়মিতই চিকিৎসা নিতে গিয়ে অভিজ্ঞতা শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন—“কিছু হাসপাতালের মালিক আছেন, যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। ফলে অনেক ডাক্তার ইচ্ছার বিরুদ্ধে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে থাকেন।”
তিনি অভিযোগ করেন, ইন্টার্নি শেষ করেই কম খরচে চাকরি দিতে অনেক হাসপাতাল ডাক্তার নিয়োগ দেয়। সেখানে অভিজ্ঞতার চেয়ে প্রফিট মূল বিবেচ্য হয়।
সোহেল রানা আরও লেখেন, “সরকার প্রতি বছর ডাক্তার তৈরি করতে যে বিপুল অর্থ ব্যয় করে, তা জনগণের টাকা। কিন্তু উচ্চতর জীবনের আশায় অনেক ডাক্তার দেশ ছেড়ে বিদেশে চলে যান। যদি যেতেই হয়, তাহলে উচিত হবে রাষ্ট্রীয় খরচের একটা অংশ শোধ করে যাওয়া এবং নির্দিষ্ট সময় পরে দেশে ফিরে এসে জনগণের সেবা করা।”
তবে চিকিৎসকদের সবাইকে এক পাল্লায় ফেলেননি এই গুণী শিল্পী। তিনি লেখেন, “কিছু হাসপাতাল মালিক এবং নামকরা চিকিৎসক এখনও দেশেই থেকে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।”