ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গেরিলা প্রশিক্ষণ ইস্যুতে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি জানান, সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের দাবি, রাজধানীর কে বি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় সুমাইয়ার সম্পৃক্ততা রয়েছে। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। ঘটনার পর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার মূল অভিযুক্ত মেজর সাদিককে গত ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় বলে জানায় আইএসপিআর। ঘটনার সুষ্ঠু তদন্তে গঠিত সেনা তদন্ত আদালত ইতোমধ্যেই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। আইএসপিআর আরও জানায়, তদন্ত শেষে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশের সঙ্গে সার্বিক সমন্বয় চলছে।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

গেরিলা প্রশিক্ষণ ইস্যুতে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

আপডেট সময় ১০:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি জানান, সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের দাবি, রাজধানীর কে বি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় সুমাইয়ার সম্পৃক্ততা রয়েছে। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। ঘটনার পর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার মূল অভিযুক্ত মেজর সাদিককে গত ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় বলে জানায় আইএসপিআর। ঘটনার সুষ্ঠু তদন্তে গঠিত সেনা তদন্ত আদালত ইতোমধ্যেই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। আইএসপিআর আরও জানায়, তদন্ত শেষে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশের সঙ্গে সার্বিক সমন্বয় চলছে।