ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিককে রাস্তায় টেনেহিঁচড়ে পিটিয়ে ইট দিয়ে থেঁতলে জখম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার পাশে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মমভাবে মারধর ও ইট দিয়ে থেঁতলে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে হামলার ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে জয়দেবপুর রেললাইনের উত্তরে একটি অবৈধ ফলের মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কর্মী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনোয়ার হোসেনকে কয়েকজন যুবক টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে লাঠি দিয়ে পেটানো হয়, লাথি মারা হয় এবং একপর্যায়ে একজন দুর্বৃত্ত ইট তুলে তার পা ও শরীরে একাধিকবার আঘাত করে। এমনকি বুকের ওপর উঠে লাফিয়ে পড়ে তাকে আরও জখম করা হয়। পুলিশ উপস্থিত থাকলেও প্রথম দিকে কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরে এক সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার বীভৎসতা পুরান ঢাকার পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যাকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিয়েছে অনেকের কাছে।

আহত আনোয়ার হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেছেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভিডিও দেখে আমরা খুবই বিচলিত। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

গাজীপুরে সাংবাদিককে রাস্তায় টেনেহিঁচড়ে পিটিয়ে ইট দিয়ে থেঁতলে জখম

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার পাশে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মমভাবে মারধর ও ইট দিয়ে থেঁতলে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে হামলার ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে জয়দেবপুর রেললাইনের উত্তরে একটি অবৈধ ফলের মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কর্মী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনোয়ার হোসেনকে কয়েকজন যুবক টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে লাঠি দিয়ে পেটানো হয়, লাথি মারা হয় এবং একপর্যায়ে একজন দুর্বৃত্ত ইট তুলে তার পা ও শরীরে একাধিকবার আঘাত করে। এমনকি বুকের ওপর উঠে লাফিয়ে পড়ে তাকে আরও জখম করা হয়। পুলিশ উপস্থিত থাকলেও প্রথম দিকে কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পরে এক সদস্য এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার বীভৎসতা পুরান ঢাকার পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যাকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিয়েছে অনেকের কাছে।

আহত আনোয়ার হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেছেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভিডিও দেখে আমরা খুবই বিচলিত। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”