ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিক তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৮১৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির বিষয়ে সরাসরি ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরের ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকাকালীন তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করেন সাংবাদিক তুহিন। পরে রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন।

ঘটনার কিছুক্ষণ পরই চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নির্মমতা ও জনসমক্ষে সংঘটিত হওয়া ঘটনাটি পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিক তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির বিষয়ে সরাসরি ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরের ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকাকালীন তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করেন সাংবাদিক তুহিন। পরে রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন।

ঘটনার কিছুক্ষণ পরই চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের নির্মমতা ও জনসমক্ষে সংঘটিত হওয়া ঘটনাটি পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।