গাজীপুরে একদিনের ব্যবধানে পরপর দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। তার একদিন আগেই একই এলাকায় হামলার শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তার ব্যস্ত মোড়ে এক নারী ও পুরুষের মধ্যে বাকবিতণ্ডার সময় হঠাৎ করে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে যাওয়ায় হামলাকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম বলেন, “প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
হামলার ঘণ্টাখানেক আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তুহিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গাজীপুর শহরের ফুটপাত দখল, রাস্তার অব্যবস্থাপনা ও চাঁদাবাজি নিয়ে একটি লাইভ সম্প্রচার করেন তিনি। এসব নিয়ে অতীতেও একাধিকবার প্রতিবাদমুখর ছিলেন তিনি।
তুহিনের সহকর্মীরা জানান, নিহত সাংবাদিক এলাকার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখতেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি একটি চক্রের রোষানলে পড়েন।
এর ঠিক একদিন আগেই, বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুরেই দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে দুর্বৃত্তরা পুলিশের সামনে মারধর করে আহত করে। পরপর দুই সাংবাদিকের ওপর এমন সন্ত্রাসী হামলায় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।