পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সর্বশেষ সহিংসতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তত তিন সপ্তাহ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি সূত্র জানায়, সম্প্রতি বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক প্রশাসনের কাছে খনিজ সম্পদের মুনাফার অংশীদারিত্ব দাবি করে। এই দাবি উপেক্ষিত হওয়ায় তারা একের পর এক সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
সবশেষ, গত মঙ্গলবার (৫ আগস্ট) একটি বোমা হামলায় নিহত হন একজন সেনা কর্মকর্তা ও দুইজন সেনা। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার পেছনে বালোচ লিবারেশন আর্মি (BLA) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। এর পরপরই মোবাইল নেটওয়ার্ক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে। পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী একে ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস’ বলে চিহ্নিত করে আসছে। অঞ্চলটিতে নিয়মিতই সংঘর্ষ হয় সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে।
বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ (৩,৪৭,১৯০ বর্গকিমি), কিন্তু জনসংখ্যায় সবচেয়ে কম ঘনত্বপূর্ণ ও দরিদ্রতম অঞ্চল। প্রায় দেড় কোটির মতো জনসংখ্যার এই প্রদেশে দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনা বিরাজ করছে। সেই বঞ্চনার জেরে চলমান সহিংসতা নতুন নয়।
সরকারি সিদ্ধান্তে বেলুচিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং এই অবস্থা আরও তিন সপ্তাহ স্থায়ী হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাক্ষেত্র ও জরুরি সেবাও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।