ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিতাসে পরকীয়ার জেরে যুবক খুন, মরদেহ চার টুকরো করে নদীতে ফেলল দম্পতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রেমিকা স্মৃতি (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়া (৩২)।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ভূঁইয়া সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন। বুধবার (৬ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শুক্রবার (৮ আগস্ট) তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ আগস্ট) ভোরে মজিদপুর গ্রামের অটোরিকশাচালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, হত্যার তিন দিন পর শনিবার (৯ আগস্ট) রাতে নিজেদের বাড়িতে মিলাদ ও খিচুড়ি আয়োজন করেন হোসেন-স্মৃতি দম্পতি। নিহতের বাবা হানিফ ভূঁইয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বর্তমানে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

তিতাসে পরকীয়ার জেরে যুবক খুন, মরদেহ চার টুকরো করে নদীতে ফেলল দম্পতি

আপডেট সময় ০৮:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রেমিকা স্মৃতি (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়া (৩২)।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ভূঁইয়া সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন। বুধবার (৬ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শুক্রবার (৮ আগস্ট) তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ আগস্ট) ভোরে মজিদপুর গ্রামের অটোরিকশাচালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, হত্যার তিন দিন পর শনিবার (৯ আগস্ট) রাতে নিজেদের বাড়িতে মিলাদ ও খিচুড়ি আয়োজন করেন হোসেন-স্মৃতি দম্পতি। নিহতের বাবা হানিফ ভূঁইয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বর্তমানে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।