দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সন্তান ও পরিবারের কথা চিন্তা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, “আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
তিনি অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। একাধিক পোস্টে তিনি লিখেছেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে, পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে।”
গত কয়েক মাস ধরে স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক পোস্টগুলো উদ্বেগের জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত সন্তানদের অনুরোধে জীবন শেষ না করার সিদ্ধান্ত নেন তিনি।