ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে দেশের ইতিহাসে দীর্ঘতম ভাষণ দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন। লালকেল্লার প্রাচীর থেকে তিনি টানা ১ ঘণ্টা ৪৩ মিনিট, অর্থাৎ ১০৩ মিনিট ধরে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শুরু হয়ে এই ভাষণ শেষ হয় সকাল ৯টা ১৭ মিনিটে। এর মাধ্যমে তিনি নিজের আগের বছরের ৯৮ মিনিটের রেকর্ড ভেঙেছেন।
মোদী প্রথমবার রেকর্ড গড়েছিলেন ২০১৫ সালে ৮৮ মিনিটের বক্তৃতা দিয়ে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালে ৭২ মিনিট বক্তব্য দিয়েছিলেন। ২০১৪ সালে লালকেল্লা থেকে মোদীর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ ছিল ৬৫ মিনিটের। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ মিনিটে। তার সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা ছিল ২০১৭ সালে, মাত্র ৫৬ মিনিট। ওই বছর তিনি রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছিলেন, অনেকে অভিযোগ করেছেন তার ভাষণ বেশি দীর্ঘ হয়, তাই তিনি ছোট করার চেষ্টা করেছেন।
এরপর ২০১৮ সালে মোদী দেন ৮৩ মিনিটের ভাষণ, ২০১৯ সালে প্রায় ৯২ মিনিটের, ২০২০ সালে ৯০ মিনিটের, ২০২১ সালে ৮৮ মিনিটের, ২০২২ সালে ৭৪ মিনিটের এবং ২০২৩ সালে ৯০ মিনিটের ভাষণ। এবারের ১০৩ মিনিটের ভাষণই এখন পর্যন্ত তার সবচেয়ে দীর্ঘ।
এছাড়া এবারের ভাষণের মাধ্যমে মোদী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙেছেন। তিনি টানা ১২ বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন—যা তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর পর দ্বিতীয় স্থানে রেখেছে। নেহরু টানা ১৭টি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন।